ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২
মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১২ ইউনিয়নের ২৫ জন কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা হাসান আলী ও প্রকৌশলী শাহারিয়ার আকাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা। প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে উপজেলার ১২ ইউনিয়নের ২৫ জন কৃষকের মাঝে এ পাওয়ার টিলার বিতরণ করা হয়। প্রতিটি পাওয়ার টিলারের পেছনে সরকার ৩৬ হাজার টাকা করে ভর্তুকি দিয়েছে। পাওয়ার টিলার পাওয়ায় ফসলের উৎপাদন বাড়বে বলে জানান কৃষকরা। মহেশপুরে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণের কারণে খাদ্য উৎপাদন আগের চেয়ে বাড়বে। পাশাপাশি স্থানীয় কৃষকেরা আধুনিক চাষাবাদের সুযোগসুবিধা পাবে বলে মনে করেন মহেশপুর কৃষি কর্মকর্তা হাসান আলী ।
Design and developed by zahidit.com