ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজে ইন হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কলেজের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ কামরুজ্জামান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা নুর মাহমুদ।
কর্মশালায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর প্রশ্নব্যাংকে নির্ভুল ও মানসম্মত প্রশ্নপত্র প্রাপ্তির জন্য সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, অনলাইন প্রশ্নব্যাংকে প্রশ্ন আপলোড ও মডারেশন শুদ্ধ বানানলিখন ও সম্পাদনার কলাকৌশল এবং সুশাসনের ৫ টি সূচকের উপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদাণ করা হয়।
Design and developed by zahidit.com