ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকার আহবান জানিয়ে তৃণ্যমুল পর্যায়ের নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। ২-ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যশোর সেনানিবাসের অধিনায়ক লেঃ কর্নেল নাসির উদ্দিন আহমেদ এঁর নেতৃত্বে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেনিপুর আদিবাসী পল্লী ত্রিবেনী ঋষি সম্প্রদায় ও রামচন্দ্রপুর গ্রামের হত দরিদ্রদের বাড়িতে বাড়িতে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
খাদ্য সহায়তা হিসেবে তিনি চাল, ডাল, আটা, তেল, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেন দরিদ্র মানুষের হাতে। সেসময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন ও ঘরে থাকার আহবান জানান।
লেঃ কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, গোপনে খোজ খবর নিয়ে হতদরিদ্রদের তালিকা তৈরী করা হয়েছে। সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে প্রথমধাপে শৈলকুপার ৩টি গ্রামের শতাধিক দরিদ্র পরিবারকে এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এরপর জেলার বাকি উপজেলাতেও তালিকা করে দরিদ্র পরিবারগুলোকে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেয়া হবে।
Design and developed by zahidit.com