ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮
শামীম খান ঝিনাইদহ প্রতিনিধিঃ
তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার ৪ হাজার শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর হাই স্কুল মাঠে দূর্নীতিকে না বলে শপথ গ্রহন করেছে।
দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় হাই মাঠে মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয় ও আল হেলাল দাখিল মাদ্রাসার ৪ হাজার শিক্ষার্থী দূর্নীতিকে না বলে এ শপথ গ্রহন অনুষ্ঠানে অংশো গ্রহন করে।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান মহেশপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা কামরুল ইসলাম।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) লস্কর জায়াদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আবু হানিফ,সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটন, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার, মহেশপুর আল-হেলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালেক উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিলিমা রানী দাস, মোশারেফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
Design and developed by zahidit.com