মজুরি কমিশনের দাবিতে মোচিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৭

মজুরি কমিশনের দাবিতে মোচিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল

আজ রবিবার সকালে মোচিক শ্রমিকেরা বাংলাদেশ সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সমন্বয় পরিষদের ডাকে জাতীয় মুজুরী কমিশনের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কাছে স্বারকলিপি পেশ করেছে মোচিক শ্রমিক কর্মচারীরা। মিছিলটি মিল গেট থেকে শুরু হয়ে সংসদ সদস্যর বাসভবনের সামনে এসে শেষ হয়।

স্বরকলিপি পেয়ে সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, আপনাদের দাবী ন্যায় সঙ্গত। এ বিষয়ে আমি ইতিমধ্যে জাতীয় সংসদে পেশ করেছি। প্রয়োজনে চলতি অধিবেশনে আপনাদের দাবি দাওয়া সরকারের কাছে জোরালোভাবে পেশ করবো।

তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন,  খুব দ্রুত এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় মুজুরি কমিশন ঘোষনা করবেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,  সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ আরও অনেক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রম-ব্যবস্থাপনা সুসম্পর্ক, উৎপাদন এবং উৎপাদনশীলতার ধারবাহিকতা বজায় রাখার স্বার্থে শ্রমিকদের ন্যায্য দাবি সর্বনিম্ন ৮ হাজার ৭’শ ৫০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫’শ টাকা প্রারম্ভিক মজুরি আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারণ করে জাতীয় মজুরি স্কেল ঘোষণা করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ