কালীগঞ্জে মটর মালিক সমিতির ভবনের পিছনে বোমার বিস্ফোরণ

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৭

কালীগঞ্জে মটর মালিক সমিতির ভবনের পিছনে বোমার বিস্ফোরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জের মটর মালিক সমিতির ভবনের সিঁড়ি ঘরের পিছনের দিকে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোন হতাহত হয়নি।
রোববার দুপুর ১২ টার দিকে কে বা কারা বোমাটি নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়ে বিকট শব্দে ধারণ করে। এতে আশপাশের লোকজন ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়ে। পরে পুলিশ যেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অবস্থিত সুমন ক্লিনিকের মালিক রবিউল ইসলাম জানান, তিনি ক্লিনিকে বসে টিভি দেখছিলেন। প্রথমে গাড়ীর টায়ার ব্লাষ্ট হয়েছে মনে করেন। পরে দেখতে পান ভবনের পিছনের দিক থেকে ব্যাপক ধোয়া বের হচ্ছে। তবে কিভাবে বোমাটির বিস্ফোরণ ঘটেছে তা তিনি বলতে পারেননি।

মটর মালিক সমিতির অফিস সহকারি দেব কিংকর সাহা জানান, বোমাটি বিস্ফোরনের পর বিল্ডিং টি কেপে উঠে। যেখানে বোমাটি বিস্ফেরিত হয়েছে সেখানকার কাঁদা-মাটি চারিদিকে ছিটে গেছে। ঘটনাটি ঘটার পর তিনি মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীনকে কে বিষয়টি জানান। পরে ফরিদ উদ্দীন পুলিশকে খবর দেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছেন। তবে সেখানে বোমার কোন আলামত তিনি পাননি বলে দাবি করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ