কালীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হাই সভাপতি ও রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৭

কালীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হাই সভাপতি ও রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত

 

টিপু সুলতান ঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন হয়। নির্বাচনে ভোটাররা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আব্দুল হাই ছাতা প্রতিকে ৪৭৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তাহের আলী গরুর গাড়ী প্রতিকে পেয়েছেন ৩৭৩ ভোট। সাধারন সম্পাদক পদে গাজী আব্দুর রাজ্জাক রিক্সা প্রতিকে ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শরিফুল মোল্ল্যা মোরগ প্রতিকে পেয়েছেন ৩০৩ ভোট। এ নিয়ে গাজী আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক পদে ৯ বার নির্বাচিত হলেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানাগেছে, এবার ১১ টি পদে মধ্যে ১০ পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি কোষাধ্যক্ষের ১ টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতা কালাচান বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতির পদে ইদ্রিস আলী আম প্রতিকে ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জহুরুল মোল্ল্যা শহীদ মিনার প্রতিকে পেয়েছেন ২১৭ ভোট। সহ-সাধারন সম্পাদক পদে আরিফুল ইসলাম তালাচাবী প্রতিকে ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি খায়রুল ইসলাম গোলাপফুল প্রতিকে পেয়েছেন ২৩২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শ্রী খোকন দাস দেওয়াল ঘড়ি প্রতিকে ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি মিলন মিয়া ফুটবল প্রতিকে পেয়েছেন ৩৭১ ভোট। প্রচার সম্পাদক পদে মুন্নাফ হোসেন মাইক প্রতিকে ৫১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি কবির বিশ্বাস হরিণ প্রতিকে পেয়েছেন ৩২৮। এছাড়া সদস্য পদে শ্রী শৈলেন চন্দ্র দাস, সুমন হোসেন, সাইদ হোসেন ও বাবু শেখ নির্বাচিত হয়েছেন। সকল ফলাফলই বে-সরকারিভাবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচন কমিশনার সাংবাদিক টিপু সুলতান জানান, সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৩৪৪ ভোটের মধ্যে ৯৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সাংবাদিক জামির হোসেন সদস্য সচিব, হাসান জাকির সদস্য ও প্রফেসর আশরাফুল ইসলাম বাবলু প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ