মালয়েশিয়ায় বন্যায় বাংলাদেশিসহ ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭

মালয়েশিয়ায় বন্যায় বাংলাদেশিসহ ৫ জনের মৃত্যু

মালয়েশিয়ার দ্বীপ রাজ্য পেনাংয়ে বন্যায় এক বাংলাদেশিসহ ৫ জনের মৃত্যু হয়েছে। অব্যাহত ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজ রয়েছেন আরও এক বাংলাদেশি।

শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রদেশটির সেবারাং পেরাই উতারায় প্রচণ্ড ঝরের মধ্যে একটি গাছ উপড়ে গিয়ে ঘরের ওপর পড়লে সেটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই বাংলাদেশি। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

পেনাং রাজ্যে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত চারটি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং দুই হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

এ দিকে অব্যাহত ভারি বর্ষণে সোমবার সকাল সাড়ে সাতটায় উত্তর সেবারং প্রাই জেলার সুঙ্গাই মুদা নদীর তীর এলাকা তলিয়ে গেছে। নদীর পানি ৫.২ মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

পেনাং ওয়েলফেয়ার, কারিং সোসাইটি এবং পরিবেশ কমিটির চেয়ারম্যান ফেই বুন পোহ বলেন, বন্যা আক্রান্ত জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ