দুর্ঘটনায় ওমান প্রবাসি ঝিনাইদহের টোকন মিয়া গলা কাটা পড়ে নিহত

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮

দুর্ঘটনায় ওমান প্রবাসি ঝিনাইদহের টোকন মিয়া গলা কাটা পড়ে নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঃ দৃর্ঘটনায় ওমান প্রবাসি ঝিনাইদহের টোকন মিয়ার (২৫) মর্মান্তিক মৃত্যু ঘটেছে । শনিবার রাতে ওমানের একটি শহরে রড কাটা মেশিনে গলা কাটা পড়ে তার করুন মৃত্যু হয় । তিনি ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। নিহত টোকন মিয়া আব্দুল কুদ্দুসের একমাত্র জীব সন্তান ছিল । এর আগে আব্দুল কুদ্দুসের তিন সন্তানের মধ্যে দুই সন্তানের অজ্ঞাত রোগে অকাল মৃত্যু ঘটে ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক শেখ জানান , তিনি এলাকার চেয়ারম্যান আব্দুর রশিদের নিকট থেকে জানতে পেরেছেন শনিবার সন্ধ্যার দিকে ওমানের নিজুয়া সোহারিয়া শহরে ড্রামের উপর দাড়িয়ে রড কাটছিলেন টোকন। এ সময় পা পিছলে রডকাটা মেশিন নিয়ে নিচে পড়ে যান। এতে তার গলার বাম পাশে গভীর ক্ষতের সৃষ্টি হয়। দ্রুত তার সহকর্মীরা নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। সোমবার নিহত টোকন মিয়ার লাশ বাংলাদেশে পৌছাবে বলেও তিনি জানান। স্থানীয় ওয়ার্ড মেম্বর কবীর হোসেন জানান, ২ বছর আগে টোকন মিয়া রড় মিস্ত্রি হিসাবে ওমানে যান । সেখানে কাজ করার সময় রডকাটা মেশিনে গলা কেটে তার মৃত্যু হয়েছে বলে তারা খবর পেয়েছেন । মা নিলুফা বেগম সন্তানের লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ