কালীগঞ্জের ১০ ইউনিয়নের ১২০ মেম্বরদের শপথ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

কালীগঞ্জের ১০ ইউনিয়নের ১২০ মেম্বরদের শপথ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়নের মেম্বরদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বাকি কাষ্টভাঙ্গা ইউনিয়নের মেম্বরদের শপথ হয়নি। সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। কাষ্টভাঙ্গা ইউনিয়নে সঠিকভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়নি বলে আদালতে রিট করার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্টের বিচারক এনায়েতুর রহিম ও মুস্তাফিজুর রহমানের যৌথ বেঞ্চ এক আদেশের ফলে তাদের শপথ বন্ধ হয়ে যায়। ওই আদেশে আগামি ১০ কার্যদিবসের মধ্যে রিটের জবাব দিতে বলা হয়েছে। গত ২৭ ডিসেম্বর বাদির পক্ষে রিট পিটিশনটি করেন এ্যাড. আশানুর রহমান। পিটিশনে উল্লেখ করা হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টাভাঙ্গা ইউনিয়নের ১, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডে নির্বাচন বাতিল করে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়। গত ২৮ নভেম্বর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।


শপথ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে ইউএনও সাদিয়া জেরিন ১নং সুন্দরপুর-দুর্গাপুর, ২নং জামাল, ৩নং কোলা, ৪ নিয়ামতপুর,৫নং শিমলা-রোকনপুর, ৬নং ত্রিলোচনপুর, ৭নং রায়গ্রাম, ৮নং মালিয়াট, ৯নং বারবাজার, ১১নং রাখালগাছি ইউনিয়নের ১২০ জন সদস্যদের শপথ বাক্য পাঠ করান।


এর আগে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে উক্ত ১০ ইউনিয়ের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুজিবর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ