কালীগঞ্জের এরা ‍দু ‘ জন সারা বছর নদীতে বাঁদ দিয়ে মাছ ধরেন

প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৭

কালীগঞ্জের এরা ‍দু ‘ জন সারা বছর নদীতে বাঁদ দিয়ে মাছ ধরেন
Arif Molla

ঝিনাইদহের কালীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া আমাদের প্রানপ্রিয় চিত্রা নদীতে এখনও আছে অনেক অবৈধ বাঁধ। যাদের বাঁধ সকলের নজর কাড়ে তারা হলেন-মস্তবাপুর গ্রামের জহর আলীর ছেলে বল্লা ও একই গ্রামের কিতা মাষ্টারের ছেলে লাবলূ এরা ‍দু ‘ জন সারা বছর নদীতে বাঁদ দিয়ে মাছ ধরেন। তাদের কে আনেক বার নিষেধ করা হয়েছে কিন্তু তাদের আছে অনেক শক্তি।

তাই তারা বাঁধ তুলতে একেবারে নারাজ।আরো আছে মস্তবাপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে হাশেম আলী । গুমরাইল গ্রামের সুবোল মালোর ছেলে গোপাল মালো।

 

এরা সবাই নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করে।প্রশাসন এদিকে একটু দৃষ্টি দেবেন আশাকরি।

এ সংক্রান্ত আরও সংবাদ