উপজেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯

বিশেষ প্রতিবেদক, কালীগঞ্জ :

আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রউফ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বর্তমানে জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু একক প্রার্থী। তিনি বর্তমানে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন পত্র প্রত্যাহারের বিষয়ে মোঃ আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, আমি কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান বলেন, বৃহস্পতিবার মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রউফ মনোনয়পত্র প্রত্যাহার করেছেন।

তবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি ও শিবলী নোমানী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ পারভীন ও সীমা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ