কালীগঞ্জে “শান্তিতে বিজয়” শীর্ষক মতবিনিময়

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮

কালীগঞ্জে “শান্তিতে বিজয়” শীর্ষক মতবিনিময়

বিশেষ প্রতিবেদক, কালীগঞ্জ :

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সামাজিক সচেতনতার মাধ্যমে সহিংসতা মুক্ত নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে “শান্তিতে বিজয়“ শীর্ষক উপজেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়েল ফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া হাঙ্গার ফ্রি ওয়ার্ন্ডের প্রশিক্ষণ ও বিকাশ কেন্দ্রে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজাহাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি মোঃ নাছিম, থানার এসআই শেখ সুজাত আলী, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি হাসান জাকির, সাধারন সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার, প্রভাষক মাসুম সাজ্জাদ, সোনার বাংলা ফাউন্ডেশনের সমন্বয়কারী এমকে মন্ডল মহেন, সিপিবি’র কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ফনি ভুষন বিশ্বাস, কৃষক হেলাল উদ্দীন, নারী নেত্রী রিতা বিশ্বাস, মনোয়ারা বেগম প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন, ওয়েল ফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন।

মতবিনিময় সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা পরিহার করে সকলে যাতে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সে ব্যাপারে শান্তি শৃংখলা বজায় রাখার আহবান করা হয়। এছাড়া অনুষ্ঠানে নতুন ভোটারসহ সকলকে অঙ্গিাকারনামা পাঠ করেন।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী, নারী নেত্রী, নতুন ভোটারসহ বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশত জনগন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ