কালীগঞ্জে আ’লীগ প্রার্থীর প্রচার প্রচারণা তুঙ্গে, মিছিল-মিটিং অব্যাহত

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৮

কালীগঞ্জে আ’লীগ প্রার্থীর প্রচার প্রচারণা তুঙ্গে, মিছিল-মিটিং অব্যাহত

বিশেষ প্রতিবেদক, কালীগঞ্জ:

একাদশ জাতায়ী সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণায় আওয়ামী এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছে বিএনপি। কালীগঞ্জের দ্বিধা-বিভক্ত আওয়ামী লীগ এখন এক কাতারে অবস্থান করায় তাদের প্রার্থী আনোয়ারুল আজীম আনারের নির্বাচনী প্রচার-প্রচারণা, মিছিল মিটিং মাইকিং এখন তুঙ্গে অবস্থান করছে।

অপরদিকে সকল ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিএনপি। শহরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মিছিল-মিটিং পরিলক্ষিত হচ্ছে। পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জে টানানো হয়েছে নির্বাচনী নৌকা মার্কার প্রতিকের পোস্টার। প্রচার হচ্ছে নৌকা মার্কার মাইকিং।

অথচ বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের কোথাও কোন পোস্টার দেখা যায়নি। বিএনপি দ্বিধা বিভক্ত থাকায় প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের কোন মিছিল করতে দেখা যাচ্ছে না বলে সাধারণ ভোটাররা জানান।

আওয়ামী লীগের প্রার্থী আনারের নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী মিছিল করার পাশাপাশি তারা শহর ও গ্রামাঞ্চলে প্রতিদিনই নির্বাচনী জনসভা করছেন। ইতিমধ্যে আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীরা কালীগঞ্জ শহরের আড়পাড়া (নদীপাড়া) ও নলডাঙ্গা রোডে আনুষ্ঠানিকভাবে ২টি নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। এসব অফিসের উদ্বোধন করেন আ’লীগের দলীয় প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

নির্বাচনী অফিস উদ্বোধনের সময় এমপি আনার বলেন, আওয়ামী লীগ সরকার দেশ ও দশের উন্নয়নে বিশ্বাসী। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা নৌকা মার্কায় ভোট দিন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যবিত্ত দেশের আয়ে পরিনত হয়েছে। ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়েছে। এসব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী করতে সহযোগিতা করুন। এ সময় তিনি কালীগঞ্জের রাস্তা-ঘাট, ব্রীজ, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্œয়নের কথা তুলে ধরেন।

নির্বাচনী সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সাবেক পৌর মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ মিন্টু, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, আ’লীগ নেতা মাসুদুর রহমান মন্টুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের প্রার্থী এমপি আনোয়ারুল আজীম আনারের পিএস আব্দুর রউফ বলেন, দলীয়ভাবে কতগুলি নির্বাচনী অফিস হবে তা এখনো নির্ধারণ হয়নি। তবে শহরের মধ্যে ২ টি নির্বাচনী অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।

এছাড়া নেতাকর্মীরা স্ব উদ্যোগে শহর ও গ্রামাঞ্চলে বেশ কিছু নির্বাচনী অফিস করেছেন। দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার পর ঝিনাইদহ-৪ ( কালীগঞ্জ) আসনে কতগুলি নির্বাচনী অফিস হবে তা পরে জানা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ