অনুমতি নিয়ে চরকা, ওয়ানটেন ও ফোরগুটির ঘর বানানো হয়েছে

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮

অনুমতি নিয়ে চরকা, ওয়ানটেন ও ফোরগুটির ঘর বানানো হয়েছে

মনিরুজ্জামান সুমন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ :

অভিযোগ পাওয়া গেছে, কালীগঞ্জ পৌরসভার ব্যানারে সেখানকার কাশিপুর রেলওয়ে মাঠে চলছে বৈশাখী মেলা। অথচ বৈশাখী মেলার অনুমতি নিয়ে নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে মেলার মাঠের বাইরে চরকা, ওয়ানটেন ও ফোরগুটির ঘর বানানো হয়েছে।

 

রিয়াজ নামে এক জুয়াড়ি এই কোর্টের মালিক। তিনিই জুয়া খেলা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ।

 

বিষয়টি নিয়ে কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম অভিযোগ খন্ডন করে বলেন, প্রতি বছর বৈশাখী মেলা হয়। এবারো হচ্ছে। আমি আয়োজকদের কঠোর ভাবে বলেছি কোন ধরণের জুয়া খেলা হবে না। জুয়া চল্লে তিনি নিজেই মেলা ভেঙ্গে দিবেন বলে জানান।

তিনি আরো জানান, আগে হয়তো চলল্লেও এখন আর চলছে না। তবে প্যানেল মেয়রের এই বক্তব্য নেওয়ার পর রাতে সাংবাদিকদের একটি বিশেষ টিম গোপনে জুয়া খেলার দৃশ্য ক্যামেরাবন্দি করেন।

কালীগঞ্জ থানার ওসির বক্তব্য নিতে তার মুঠোফোনে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে ফোন দিলে তিনিও ফোন ধরেন নি।

বিষয়টি নিয়ে র‌্যাব-৬ এর অধিনায়ক খোদাদাদ জানান, আসলে মেলার অনুমতি দেন জেলা প্রশাসক। তারপরও আমরা অনুসন্ধান করে দেখছি।

এ সংক্রান্ত আরও সংবাদ