ঝিনাইদহ আওয়ামী লীগকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ ওবায়দুল কাদেরের

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৮

ঝিনাইদহ আওয়ামী লীগকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ ওবায়দুল কাদেরের

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশনা দেয়া হয়েছে ঝিনাইদহ আওয়ামী লীগকে। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ঝিনাইদহ জেলার নেতাদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, বৈঠকে ওবায়দুল কাদের ছাড়াও আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, সাবেক সহসম্পাদক টিএম আজিবর রহমান মোহন (ইঞ্জি. মোহন) প্রমুখ।

জেলা নেতাদের মধ্যে সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহসভাপতি সফিকুল ইসলাম অপু, আজিজুর রহমান, কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুজ জুম্মা, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী প্রমুখ।

সূত্র জানায়, বৈঠকের শুরুতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দিক নির্দেশনা দেন ওবায়দুল কাদের। এরপর সংশ্লিষ্ট জেলা নেতার উদ্দেশে বলেন, সামনে জাতীয় নির্বাচন।

দলের স্বার্থে ব্যক্তি স্বার্থ বাদ নৌকার স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। এ ছাড়াও যেসব উপজেলা, থানা, পৌরসভার কমিটি গঠন হয়নি সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি উপজেলা কমিটিগুলো সবার সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ করতে ১৫ দিনের সময় দেন তিনি। এ ছাড়াও বৈঠকে আগামী ১ মার্চ ঝিনাইদহ পৌরসভার সম্মেলনের সিদ্ধান্ত হয়। উক্ত সম্মেলনে খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত থাকবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ