ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:

ঝিনাইদহে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। আজ সকাল ১১ টা থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু যাচাই-বাছাই কার্যত্রম।

এসময় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।

সকাল থেকে শুরু হওয়া এবাছাই কার্যক্রম চলবে বিকাল ৫ টা পর্যন্ত। আগামী ৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহন। তৃতীয় ধাপে ঝিনাইদহ সদর, শৈলকুপা, হরিনাকুন্ডু ও কালীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন।

এতে সদর ও হরিনাকুন্ডু উপজেলায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফ উজ জামান এবং কালীগঞ্জ ও শৈলকুপা উপজেলায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ