হরিণাকু-ুতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবীতে স্মারক লিপি প্রদান

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮

 

এম. সাইফুজ্জামান তাজু ঃ
শিক্ষা ব্যবস্থা জাতীয়করন, সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পুর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নব-বর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ ১১ দফা দাবীতে সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকু-ুতে মাননীয় প্রধান মন্ত্রীর বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ। বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট এ স্মারক লিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।
বুধবার শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ শিক্ষ ব্যবস্থা জাতীয়করন, ৫% বার্ষিক প্রবৃদ্ধি, উৎসব, নব-বর্ষ, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, অনুপাত প্রথা বিলুপ্ত করে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল সরকারী প্রতিষ্ঠানের অনুরূপ প্রদান, পূর্বের ন্যায় টাইম স্কেল, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্টের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের আর্থিক সুবিধা প্রদানের পরিবর্তে পূর্নাঙ্গ পেনশন চালু, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং অনার্স ও মাস্টার্স কোর্সে পাঠদানকারী শিক্ষক সহ বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্তদের এমপিও ভুক্ত করন, শিক্ষা খাতে জিডিপির ৬% এবং জাতীয় বাজেটের ২০% বরাদ্দ, জনবল কাঠামো যুগপোযোগী করন ও সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরী বিধিমালা বাস্তাবায়ন, শিক্ষকদের ৩৫% প্রেষনে নিয়োগ, কারিগরি শিক্ষা উন্নয়নের লক্ষে বিশ্ববিদ্যালয় স্থাপন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তাবয়ন ত্বরান্বিত করনের লক্ষ্যে এ স্মারক লিপি প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ