ঢাকা ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৭
শামীম খান ঝিনাইদহ প্রতিনিধিঃ
স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই এ শ্লোগান নিয়ে রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্ত্বরে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু তালহা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মান্দারবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সফিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ এমদদাদুল হক বুলু, পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক মাস্টার, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী মল্লিক, পৌর কাউন্সিলর আবুল হাশেম পাঠান, উপজেলা কৃষকলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী প্রমুখ।
পরে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করেন এম.পি নবী নেওয়াজ।
Design and developed by zahidit.com