গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি এর আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে শুদ্ধ জাতীয় সঙ্গীত কর্মশালা

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৭

 

শিল্প-সংস্কৃতি ১৬ কোটি মানুষের জন্য। আর বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী মাদ্রাসায় অধ্যয়ন করেন। তাদেরকে বাইরে রেখে শিল্প-সংষ্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়া সম্ভব নই। আর সেই লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ এর আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলার ৫টি মাদ্রাসার ৬০ শিক্ষার্থী ও ১০জন শিক্ষক নিয়ে ৩০ ও ৩১ জুলাই ২০১৭ খ্রিঃ ০২ দিনব্যাপি শুদ্ধ জাতীয় সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শান্তি মনি চাকমা, জেলা কালচারাল অফিসার জনাব আল মামুন বিন সালেহ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, পেয়েছি একটি লাল সবুজের পতাকা, পেয়েছি একটি জাতীয় সঙ্গীত। তিনি জাতীয় সঙ্গীতের প্রতিটি লাইনকে ব্যাখ্যা করে দেশ প্রেমের বিষয়ে মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি বলেন আমাদের মহানবী (সা:) হিজরতের সময় আরব নগরী ছেড়ে যখন মদীনায় যাচ্ছিলেন তখন তিনি বার বার পিছনে ফিরে নিজের দেশকে দেখছিলেন তাই ইসলামে ও দেশপ্রেমকে উৎসিত করেছেন। তিনি প্রতিটি মাদ্রাসায় প্রতিদিন শুদ্ধ জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য নির্দেশ প্রদান করেন। পরে মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন আমাদের এভাবে প্রশিক্ষণ দেয়া হয়না বলে আমরা শুদ্ধ ভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পারিনা। তাঁরা শিল্পকলা  একাডেমিকে ধন্যবাদের পাশাপাশি বিশেষ উদ্যেগ নিয়ে সারা বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থীদের শুদ্ধ জাতীয় সঙ্গীত শেখানোর জন্য অনুরোধ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক জনাবা শাহনাজ রেজা এ্যানি।

এ সংক্রান্ত আরও সংবাদ