ঝিনাইদহের মহেশপুরে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৭

ঝিনাইদহের মহেশপুরে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস

 

শামীম খান, ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুরে নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এ উপলক্ষে আজ সকালে মহেশপুর উপজেলা আ,লীগ কর্তৃক আয়োজনে শোক র‌্যালী,দলীয় পতাকা উত্তলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল্যদান,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সারে ৮টায় দিকে উপজেলা আ,লীগ কৃর্যলয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা আ,লীগ কার্যলয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ময়জদ্দিন হামীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড,শফিকুল আজম খান (চঞ্চল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান,জেলা কৃষক লীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাত,জেলা পরিষদ সদস্য এম এ আছাদ,জেলা পরিষদ সদস্য হাসেম আলী শেখ, সংরক্ষিত জেলা পরিষদ সদস্য আশরাফুর নাহার শিউলি,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনার রশিদ,বিভিন্ন ইউনিয়ন আ,লীগের সভাপতি ,সাধারন সম্পাদক,কৃষকলীগ, শ্রমিকলীগ ,যুবলীহ সহ হাজারো নেতা কর্মী। অনুষ্ঠান শেষে কাঙ্গালী ভোজ বিতরন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ