ঢাকা ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭
জাহিদুল ইসলাম, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ রবিবার দিবাগত রাত্রে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ ভারতীয় নাগরিক আটক হয়েছে। তাদের সাথে রয়েছে ৪ জন শিশু।
মহেশপুর থানা ও বিজিবি সূত্রে প্রকাশ, ২২ অক্টোবর দিবাগত রাত্রে খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় খোসালপুর বিজিবি’র টহল দল হাবিলদার হাফিজুলের নেতৃত্বে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- ভারতের উত্তর প্রদেশের শাহাজাদপুর জেলার দেওয়ালী গ্রামের গঙ্গারামের ২ ছেলে সাত্তার পাল(৩৫), প্রেম চাঁদ(৩০) তাদের স্ত্রী স্মৃতি রানী(৩০), স্বপ্না রানী(২৫) এদের সাথে রয়েছে ৪ জন শিশু। আটককৃতরা জানায়, তারা কিছুদিন আগে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে আত্মীয় বাড়ীতে বেড়াতে এসেছিল। খোসালপুর সীমান্তের পেন্টু নামে এক দালাল ১৫ হাজার টাকার চুক্তিতে ৯ হাজার টাকা নগদে নিয়ে সীমান্তের পার করার সময় তাদেরকে ফেলে রেখে পালিয়ে যায়। ঐ সময় বিজিবি এসে তাদেরকে আটক করে মহেশপুর থানায় সোপার্দ করে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। যার নং-৫০ তারিখ ২৩/১০/১৭ইং।
Design and developed by zahidit.com