মেয়েদেরকে শিক্ষিত করলে একটি শিক্ষিত মা পাওয়া যাবে, গড়ে উঠবে শিক্ষিত জাতি -খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৭

মেয়েদেরকে শিক্ষিত করলে একটি শিক্ষিত মা পাওয়া যাবে, গড়ে উঠবে শিক্ষিত জাতি -খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া

জাহিদুল ইসলাম, মহেশপুর(ঝিনাইদহ)ঃ মেয়েদেরকে শিক্ষিত করলে একটি শিক্ষিত মা পাওয়া যাবে এবং গড়ে উঠবে একটি শিক্ষিত জাতি বুধবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগেীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এ কথা বলেন।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি লোকমান হোসেন মিয়া আরো বলেন, আমাদের সমাজটা ভালো করতে হলে যুব সমাজকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছেলেরা মাদকাশক্ত হচ্ছে কিনা পর্যবেক্ষন করতে হবে। ঘৃণ্য জঘন্য কাজ মানবপাচার করে যারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ১০ বছর মেয়াদী বৃক্ষ রোপনের প্রকল্প গ্রহনের আহবান জানান। তিনি মহেশপুরে ইউএনও থাকা অবস্থায় নিরপেক্ষ দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন, ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জিল্লুর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, পৌর মেয়র আব্দুর রশিদ খান, সরকারী বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ সিদ্দিকুর রহমান, আ.লীগ নেতা অমল কুন্ড, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক গাজী, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকার কর্মী আব্দুর রহমান,শিক্ষক আব্দুল মজিদ, আব্দুল আলী, মাহবুবুল আজম ইকবাল ঝড়–, সাংবাদিক আব্দুস সামাদ ও বনিক সমিতির সেক্রেটারী ফসিয়ার রহমান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা ও মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম। এরপর তিনি মহেশপুর অফিসার্স ক্লাব ভবন উদ্বোধন করেন। এর আগে তিনি ভালাইপুর রাহাতুল্লা সরদার মাধ্যমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন এবং ছাত্রীদের সাথে মতবিনিময় করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ