মহেশপুরে প্রথম বারেরমত মাধ্যমিক স্কুল পর্যায়ে ইংলিশে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৭

মহেশপুরে প্রথম বারেরমত মাধ্যমিক স্কুল পর্যায়ে ইংলিশে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

 

মহেশপুর(ঝিনাইহ)সংবাদদাতাঃ

শনিবার সকালে মহেশপুরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের উদ্যোগে প্রথম বারের মতো ইংলিশে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতায় দুই গ্রুপে ৪টি স্কুল অংশ গ্রহন করে। ১ম গ্রুপে অংশ নেয় মহেশপুর মডেল মাধ্যমিক বিদ্যালয় ও মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কের বিষয় ছিল জীবনের সফলতার জন্য, জ্ঞান প্রতিভা, না কঠোর পরিশ্রম। অপর গ্রুপে অংশ নেয় খাশিপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় ও মহেশপুর বারিকা বিদ্যালয়। এ গ্রুপের বিষয় বস্তু ছিল পৃথীবিতে ভৈষম্য আছে, দরিদ্রদেও জন্য ধনীদেও সাহায্য কি যথেষ্ঠ পক্ষে বিপক্ষে। তুমুল প্রতিযোগীতার মধ্যে পৌর ল্যাব ও মহেশপুর বালিকা বিদ্যালয়কে বিজয়ী ঘোষনা করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তাসলিশা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, পৌর ল্যাব স্কুলের প্রধান শিক্ষক এটি এম খাইরুর ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম সকলকে ট্রফি প্রদান করেন। দু গ্রুপের মধ্যে জিনিয়া আক্তার মিম ও মাহফুজুর রহমান কে শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ