ঢাকা ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৭
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ মহেশপুর শহরের চৌগাছা বাসষ্ট্যান্ড থেকে একজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় বেলেমাঠ বাজারে স্থানীয় লোকজনের হাতে অপহরনকারী ২ জন আটক। অপহৃত সমেন বিশ্বাসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার। থানায় মামলা দায়ের।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, গত ২৭/৯/১৭ইং তারিখে দুপুরে মহেশপুর চৌগাছা বাষ্ট্যান্ড থেকে মহেশপুর হামিদপুর পাড়ার মৃত নগেন বিশ্বাসের ছেলে সমেন বিশ্বাস কে একটি সন্ত্রাসী চক্র মোটরসাইকেল যোগে অপহরন করে নিয়ে যাওয়ার সময় উপজেলার চৌগাছা রোডে বেলেমাঠ বাজার নামক ¯’ানে মোটরসাইকেল থেকে ঝাপ দিলে অপহরনকারীরা তাকে হাতুড়ি দিয়ে মারপিট করে। এ সময় তার ডাক-চিৎকারে রবিউলের নেতৃত্বে স্থানীয় জনতা ২জনকে আটক করে এবং বাকী কয়েকজন পালিয়ে যায়। এ সময় মহেশপুর থানাকে খবর দিলে পুলিশ চৌগাছা থানার ময়নুদ্দিনের ছেলে কাবিল উদ্দিন ও মহেশপুর কমলাপুর গ্রামের নিছার উদ্দিনের ছেলে হৃদয় উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে এবং আহত সমেনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়া হয়। সে এখন ফরিদপুর হাসাপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ২৮/৯/১৭ইং তারিখে তার বৌ-দি দিপু রানী বাদী হয়ে মহেশপুর থানায় ১০/১২জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। একটি সূত্র থেকে জানা গেছে, সমেন বিশ্বাসের সাথে চৌগাছা শহরে কয়েক বিঘা জমি নিয়ে একটি গ্রুপের সাথে দ্বন্দ্ব আছে। ঐ সম্পত্তি আত্মসাৎ করার জন্য তাকে অপরহরণ করে গুম করার চেষ্টা করা হচ্ছিল। সম্পদের মূল্য প্রায় কোটি টাকা।
Design and developed by zahidit.com