ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়া, জোরপুর্বক সিল মেরে নেওয়াসহ নানা অভিযোগে ভোট বর্জন করেছেন ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু।
দুপুর ১ টার দিকে শহরের দুলারী সিনেমা হল সড়কের বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন।
তিনি অভিযোগ করে বলেন, ভোট শুরুর পর থেকেই ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকরা নির্দিষ্ট প্রতিকে জোরপুর্বক সীল নিয়ে নিচ্ছে। শুরু থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্ট বের করে দিয়েছে। তিনি অভিযোগ করে আরও বলেন, আমি বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখেছি ভোটারদের ভয়ভীতি দেখিয়ে সীল মেরে নেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর জানালেও তারা কোন ব্যবস্থা নেননি। ভোটে কারচুপি ও অনিয়ম হচ্ছে বলে আমি ভোট বর্জন করছি।
উল্লেখ্য, ৫ম ধাপে অনুষ্ঠিত এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪’শ ৫০ জন। এখানে মেয়র পদে মোট ৪ জন প্রতিদ¦ন্দ্বীতা করছেন।
Design and developed by zahidit.com