গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৭

গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ রবিবার সকালে মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস.আই নাজমুল ইসলাম, ইউপি সদস্য আসাদুল ইসলাম, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সহকারী শিক্ষক আবুল কালাম সহ অভিভাবকগণ। বক্তারা বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে স্কুলের ছাত্রীদেরকে সাহসী ভূমিকা রাখার আহবান জানান।

 

মতবিনিময় সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল নং ডিসপ্লে করা হয় এবং একটি অভিযোগ বাক্র স্থাপন করা হয়। যার মাধ্যমে ছাত্রীরা গোপনে তথ্য সরবরাহ করতে পারবে। অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন তিনি নিজ উদ্যোগে এ ধরণের কর্মকান্ড এই জেলার বিভিন্ন স্কুল, কলেজে চালিয়ে যেতে চান। এ সময় তিনি ছাত্রীদের ক্লাসে ফ্যান দান করেন এবং এস.আই নাজমুল কয়েকজন এতিম ছাত্রীদেরকে আর্থিক সহযোগিতা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ