মহেশপুর সীমান্ত থেকে ৪ জন আটক

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

মহেশপুর সীমান্ত থেকে ৪ জন আটক

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে ৪ জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকেলে ৫৮ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলো-টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে শাহ আলম (৫০), মাগুরার শালিখা উপজেলার নাপোসা গ্রামের টিপু মিয়ার ছেলে হাসিবুর রহমান (১৯), বলাই নাপোসা গ্রামের নুরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৩), ও লাল মিয়ার ছেলে রানা হোসেন (২৩)।
৫৮ বিজিরি সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেস্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালানো হয়। এসময় মহেশপুর উপজেলার মাতলার আইট মাঠ থেকে ওই ৪ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করে আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ