ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
সড়কে অবেধভাবে চাঁদাবাজী করার সময় চার চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মহেশপুর উপজেলার বুদোর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মহেশপুর পৌরসভা, মহেশপুর পৌর টার্মিনাল, মহেশপুর পৌর ইজারা ও খুলনা সিটি কর্পোরেশনসহ একাধিক সংগঠনের চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের সাইদুলের ছেলে শাকিল, একই গ্রামের শফিকুলের ছেলে সুমন, দাউদ মোল্যার ছেলে হুসাইন ও জাহিদ হাসান। মহেশপুর থানার ওসি মোর্শেদ খান জানান গভীরর রাতে ট্রাক ড্রাইভারদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। অভিযোগ উঠেছে মহেশপুরের সরকারীদলের কতিপয় নেতার সহায়তায় মাসের পর মাস বিভিন্ন সড়কে দাড়িয়ে উঠতি বয়সের যুবকরা এভাবে চাঁদাবাজী করে টাকা ভাগাভাগি করে নেয়। মহেশপুর, হরিণাকুন্ডু ও সদর উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে শ্রমিক ইউনিয়নের নামেও টাকা তোলা হতো।
Design and developed by zahidit.com