ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২০
মহেশপুর প্রতিনিধিঃ
সোমবার ঝিনাইদহের মহেশপুরে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের পিড়িতে বসতে হলো না স্কুল ছাত্রী ববিতা খাতুনের।
এলাকাবাসী ও মানবাধিকার সংগঠন আরডিসি সূত্রে প্রকাশ,সোমবার দুপুরে উপজেলার রাখালভোগা গ্রামের বকুল হোসেনের ৮ম শ্রেণী পড়–য়া কন্যা কবিতা খাতুন(১৪)এর বিয়ে দেয়া হচ্ছে এমন একটি সংবাদ আরডিসির হটলাইনে আসে। বিষয়টি সংস্থার পক্ষ থেকে তড়িত পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানালে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিক হাসান মহেশপুর থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ওসি দ্রুত পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেয়। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার লোকজন বিয়ে বাড়িতে হাজির হয়। মেয়ে পক্ষের লোকজন ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গিকার করে রক্ষা পায়। বরপক্ষ খবর পেয়ে পালিয়ে যায়।
Design and developed by zahidit.com