ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭
সোমবার দুপুরে পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ শ্লোগানকে প্রতিপাদ্য করে শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে প্রতিষ্ঠান প্রধানদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দিলারা রহমান এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুখ আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল।
অর্ধ শতাধিক প্রতিষ্টান প্রধানদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার বিকল্প নেই।
এ লক্ষে শিক্ষা বান্ধব সরকার শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করছে উল্লেখ করে হরিণাকুণ্ডুতে ডিজিটাল হাজিরা চালু, কোচিং বানিজ্য বন্ধ এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি সাধনে প্রতিষ্ঠান প্রধানদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Design and developed by zahidit.com