মহেশপুরে ফেসবুক সাংবাদিকের ছড়াছড়ি প্রতারিত হচ্ছে এলাকাবাসী, চাঁদাবজীর সময় আটক-১

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

মহেশপুরে ফেসবুক সাংবাদিকের ছড়াছড়ি প্রতারিত হচ্ছে এলাকাবাসী, চাঁদাবজীর সময় আটক-১

মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে ফেসবুক সাংবাদিকের
ছড়াছড়ি, প্রতারিত হচ্ছে এলাকাবাসী, চাঁদাবজীর সময় বিজিবির হাতেনাতে
১জন আটক, কথিত এশিয়ান টিভির সাংবাদিক সহ ২জনের বিরুদ্ধে থানায়
মামলা।
থানা ও বিজিবি সূত্রে প্রকাশ, উপজেলার ঈশালডাঙ্গা গ্রামের আব্দুল মালেক
প্রধানের ছেলে শরিফুল ইসলাম(২৭) ও জীবননগর থানার বালিহুদা গ্রামের উমর আলীর
ছেলে জসিম উদ্দিন(৩০)এশিয়ান টিভির কথিত সাংবাদিক উপজেলার লড়াইঘাট
গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে রুস্তম আলী ও কামাল উদ্দিনের স্ত্রী নাজমা
খাতুনকে দূদকের ভয় দেখিয়ে টাকা দাবি করে। তারা উভয়ে অনুনয়-বিনয় করে ৫শ
করে ১হাজার টাকা দেয়। এ বিষয়ে তাদের সন্দেহ হলে টহল ৫৮বিজিবির লড়াইঘাট
ক্যাম্পের নায়েক সাইফুর রহমানকে জানালে তাদের জিজ্ঞাসাবাদে আসল তথ্য
বেরিয়ে আসে। এ সময় জসিম উদ্দিন কৌশলে পালিয়ে যায়। বিজিবি শরিফুলকে
আটক করে ২জনকে আসামী করে মহেশপুর থানায় একটি চাঁদাবাজি মামলা করে।
যান নং-৪৬ তারিখ-২০/১২/১৯ইং। তাদের কাছ থেকে চাঁদাবাজির ১হাজার টাকা
উদ্ধার করা হয়।
সম্প্রতি মহেশপুরে ফেসবুক সাংবাদিকদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। তারা
বিভিন্ন সাংবাদিক ক্লাবের নাম ভাঙ্গিয়ে ফেসবুকে নানা ধরণের স্ট্যাটাচ বা
ভিডিও ছেড়ে ভীতি সৃষ্টি করে প্রতাণার মাধ্যমে আর্থিক সুবিধা নিচ্ছে।
তাদের কর্মকান্ডে সাধারন জনগন বিভ্রান্ত হচ্ছে। জানা গেছে, কথিত এশিয়ান
টিটির সাংবাদিক জসিম উদ্দিন মোটরসাইকেল চোর সিন্ডিকেটের একজন
সদস্য। সে মহেশপুর শহরের হাজী মোহাম্মদ মহাসিনের বাড়িতে ভাড়া থেকে এ
সকল কর্মকান্ড চালিয়ে আসছে। খোজ নিয়ে জানা গেছে, খালিশপুর বাসষ্ট্যান্ডে
এক কবিরাজকে ভয়ভীতি দেখিয়ে জসিম উদ্দিন সহ ৪/৫জন কথিত সাংবাদিক
পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদাবাজি করে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, এ বিষয়ে মামলা হয়েছে তদন্তপূর্বক
ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ