ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা চত্বরে কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা কৃষি কমিটির সদস্য মোক্তার হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মীর সুলতানুজ্জামান লিটন, বিশিষ্ট সাংবাদিক মানবাধিকার কর্মী আব্দুর রহমান, যাদবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী। প্রধান অতিথি কৃষকদেরকে সার ও বীজের সঠিক ব্যহার করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। সভা শেষে ২২শ ভূট্রা চাষীকে ২কেজি করে বীজ, ৩০কেজি সার, ৭০জন পেয়াজ চাষীকে ১ কেজি করে বীজ, ৩০ কেজি করে সার এবং ৭৪০জন মূগ চাষীকে ৫কেজি করে বীজ ও ৩০ কেজি করে সার প্রদান করা।
Design and developed by zahidit.com