মহেশপুর সীমান্তে নারী শিশু পাচার, চোরাচালান প্রতিরোধে মত বিনিময় সভা ও শিক্ষার্থীদের মধ্যে গাছে চারা বিতরন

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯

মহেশপুর সীমান্তে নারী শিশু পাচার, চোরাচালান প্রতিরোধে মত বিনিময় সভা ও শিক্ষার্থীদের মধ্যে গাছে চারা বিতরন

মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর শ্যামকুড় সীমান্তে নারী শিশু পাচার, চোরাচালান প্রতিরোধে ৫৮ বিজিবির মতবিনিময়সভা এবং শিক্ষার্থীদের মধ্যে গাছে চারা বিতরন ও পড়াশুনায় উৎসাহ উদ্দীপনা প্রদান করা হয়।
সোমবার বিকালে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান, শ্রীনাথপুর কোম্পানী কমান্ডার কামরুল ইসলাম,শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, লাল মোহাম্মদ প্রমুখ। মতবিনিময়সভায় বক্তারা সীমান্তে অবৈধ পারাপার, নারী ও শিশু পাচার, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন সম্পর্কে আলোচনা এবং শিক্ষার্থীদেরকে পড়াশোনার ব্যাপারে উৎসাহ প্রদান করেন। মতবিনিময় শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান। এর আগে শ্যামকুড় ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আমান উল্লার সভাপতিত্বে সীমান্তে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত। এতে ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ