মহেশপুরের পল্লীতে অন্ধকারে আলো ছড়াচ্ছে কলেজ ছাত্র সোহেল রানা

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

মহেশপুরের পল্লীতে অন্ধকারে আলো ছড়াচ্ছে কলেজ ছাত্র সোহেল রানা

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরের পল্লীতে অন্ধকারে আলো ছড়াচ্ছে অনার্স পড়–য়া ছাত্র সোহেল রানা।
উপজেলার ফতেপুর ইউপির নিমতলা গ্রামের দীন মজুর আমিনুল ইসলামের এক ছেলে এক মেয়ে। ছেলে সোহেল রানা টুটুল কোটচাঁদপুর কেএমএইচ সরকারী ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

তারা মাঠের মধ্যে দোচালা ঘরে বসবাস করে। বাড়ীর উঠানে গাছ তলায় বিছানা বিছিয়ে গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের স্বেচ্ছা শ্রমে লেখাপড়া শেখায় সোহেল রানা। প্রতিদিন বিকালে শিক্ষার্থীরা রাউন্ডে বসে কয়েক ঘন্টা লেখাপড়া করে থাকে। এ বিষয়ে সোহেল রানার সাথে এ প্রতিবেদকের সাক্ষাত হলে সে জানায়, তার গ্রামটি ৯০ ভাগ লোক দারিদ্র সীমার নীচে বসবাস করে। শিক্ষিতের হার একেবারেই কম বিশ্ববিদ্যালয়ে পড়েছে এমন লোক খুজে পাওয়া যায় না। এই চিন্তা থেকে যে সকল ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করছে তাদেরকে মেধা বিকাশ ও উচ্চ শিক্ষায় উদ্ধুদ্ধ করার লক্ষে তার এই প্রায়াস। নিজেদের সংসারে প্রচন্ড অভাব, ঘর-দোর না থাকায় সে গাছ তলায় এই শিক্ষা দেয়। শিক্ষার্থীরা সোহেলের প্রতি,দারুন খুশি তারা অনেক সময় সোহেলের জন্য বাড়ী থেকে নিজেদের আঙ্গিনায় উৎপাদিত শাক-সবজি খাওয়ার জন্য দেয়। একে অপরের প্রতি নিবিড়   ভালোবাসা বিরাজ করছে এই আলোর পাঠশালায়। সোহেল আরো জানায়, তার ভালো লাগা থেকে এই শিক্ষার আলো দান করছে। ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহন করে এই শিক্ষার আলোয় ব্রত থাকতে চাই। সে সকলের দোয়া কামনা করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ