ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
বুধবার রাতে মহেশপুর জলুলী সীমান্তে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ১ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। ৫৮ বিজিবি সূত্রে প্রকাশ, বুধবার রাতে গোপন তথ্যের বিত্তিতে জুলুলী বিওপির টহল দল উপজেলার লেবুতলা গ্রামের নদীরপাড় হতে মোঃ মিন্টু হোসেন জোয়ারদার (২৮), পিতা- মৃত আক্তার জোয়ারদার, গ্রাম-ঘোড়ামারা, ডাকঘর-গোয়ালপড়া, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহকে বাংলাদেশী নগদ ১০ হাজার টাকা, দুবাই ভিসার কাগজপত্র, দুবাই গোল্ড কার্ড ১টি, দুবাই ইসলামী ব্যাংকের ভিসা কার্ড ১টি, ডিসকাউন্ট বাস কার্ড ১টি, ভারত-দুবাই বিমান টিকিট-১টি এবং ১টি আরব-আমিরাত আইডি কার্ডসহ সীমান্ত পার হওয়ার সময় আটক করে। আটক ব্যক্তি জানায়, সেখানে দালালের সহায়তায় নাম পরিবর্তন করে স্বপন ডালী ওরফে প্রফল্ল ডালী নামে পাসপোর্ট গ্রহণ করে ভারতের নাগরিক হিসেবে ভারত হতে দুবাই চাকুরীর করার জন্য গমন করেছে। আটকের কয়েক দিন পূর্বে সে ছুটিতে দুবাই হতে ভারত আসে এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরবর্তীতে অবৈধভাবে পুনরায় ভারতে গমনকালে বিজিবি কর্তৃক আটক হয়। এ বিষয়ে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
Design and developed by zahidit.com