ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯
এতোদিন বাবা ছিল তাই পেটের চিন্তা করা লাগেনি,এখন বাবা নেই, গত ৩-৯-২০১৯ইং তারিখে বাবা সুকুমার রবিদাস পরলোকগমন করেছে,তাই পড়াশোনা ছেড়েদিয়ে জীবিকা নির্বাহের জন্য বাবার কর্মস্থানে এসে রোজ জুতো সেলাই করতে দেখা যায় এই মেয়েটিকে। মহেশপুর উপজেলার ফতেপুর বাজারে যে দোকানে বসে বাবা জুতা সেলাই করতো সেখানে বসেই নয়-দশ বছরের লিপা দাস জীবিকানির্বাহ করার জন্য জুতা সেলাই করছে। মৃত সুকুমার রবিদাস ঐ গ্রামের মৃত হরিপদ দাস এর পুত্র।
সুকুমার মারা যাওয়া পর তার ৯ বছরের মেয়ে পেটের দায়ে কাজ করছে । দীর্ঘ৩০/৩৫বছর ধরে ফতেপুর বাসস্ট্যান্ডে সুকুমার জুতো সেলাইয়ের কাজ করতো,কিছুদিন হলো জমি কিনে বাড়ী করছে,ভাগ্যের কি নির্মম পরিহাষ সে বাড়ীতে বাসকরা হলো না তার,যেতে হলো ওপারে। জেলা প্রশাসক,উপজেলা প্রশাসকের সু দৃষ্টি কামনা করছি।
যেন এই শিশু বাচ্চাটির জন্য সরকারি ভাবে কোন ব্যাবস্থা গ্রহন করা হয়।
Design and developed by zahidit.com