মহেশপুরে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯

মহেশপুরে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ উপজেলার ঘুগরী গ্রামে প্রভাবশালী কর্তৃক বে-আইনীভাবে জোরপূর্বক জমি দখল করে নেওয়ার অভিযোগে শনিবার সকালে একই গ্রামের মৃত শামছুল হক বিশ্বাস সিরাজুল ইসলাম মহেশপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ৭৮নং ঘুগরী কাগমারী মৌজার ৬৭, ৮৬, ১০৫৬, ৩৩, ৩৫০, ৩৫৯,৮৪ নং ক্ষতিয়ানের ৩ একর ২৭ শতক জমিতে ঐ গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে আবু বক্কর ও তার ছেলে আলামিন পারভেজ, আনোয়ার পারভেজ ও আশিকুর পারভেজ জোরপূর্বক যেয়ে পুকুরের পাড় কেটে দেয়। তারা মামলায় পরাজিত হয়ে মামলার রায়কে তোয়াক্কা না করে জোরপূর্বক জমি দখল করে নেওয়ার পায়তারা চালাচ্ছে। তারা আমাকে নানাভাবে হত্যার হুমকি দিচ্ছে। আমি গনমাধ্যমে মাধ্যমে সরকারের উর্ধ্বন কর্তৃপক্ষ সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং আমার জীবনের নিরাপত্তার দাবী জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ