পাওয়না টাকা চাওয়ায় হত্যার হুমকি, যুবলীগ নেতার বিরুদ্ধে তাঁতীলীগ নেতার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

পাওয়না টাকা চাওয়ায় হত্যার হুমকি,  যুবলীগ নেতার বিরুদ্ধে তাঁতীলীগ নেতার সংবাদ সম্মেলন

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ সোমবার সকালে মহেশপুর প্রেসক্লাবে ফতেপুর ইউনিয়ন তাঁতীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কাজল উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক হাসানুজ্জামান আলিমের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করে। পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যার হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে কামরুজ্জামান কাজল বলেন, গত ২০১৭ সালে ২জন একত্রে ৫ শতক জমি কেনার জন্য আমি হাসানুজ্জামান আলিমের কাছে আড়াই লাখ টাকা দিই। পরবর্তীতে আলিম বলেন এ জমিতে ঝামেলা আছে নেওয়া যাবে না। তারপর থেকে আমি টাকা চাইলে আমার টাকা ফেরত দেয় না দিনের দিনের পর দিন ঘুরাতে থাকে। গতকাল তার কাছে টাকা চাওয়ায় সে আমার উপর ক্ষিপ্ত হয় এবং হত্যার হুমকি দেয়। বিষয়টি আমি স্থানীয় সংসদ সদস্যকে অবগত করিয়েছি এবং মহেশপুর থানায় একটি অভিযোগ দিয়েছি। এছাড়া তিনি গনমাধ্যমের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, উক্ত কাজল একজন ক্ষুদ্র ছাগল ব্যবসায়ী। বাংলাদেশ আওয়ামীলীগের অংগ সংগঠন ফতেপুর ইউনিয়ন তাঁতীলীগের সাধারন সম্পাদক। গত সপ্তাহে ফজর আলী নামে একজন উক্ত আলিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলে তিনি তার বাড়ীতে যেয়ে টাকা ফেরত দিয়ে আসে।

এ সংক্রান্ত আরও সংবাদ