মহেশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর হস্তান্তর

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯

মহেশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর হস্তান্তর

মহেশপুর প্রতিনিধি-
বৃহস্পতিবার সকালে ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে নারী শিক্ষা উন্নয়নে আমাদের ভাবনা ও নারী-শিশু পাচার প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক অনুষ্ঠানে ৫৮ বিজিবি’র পক্ষ থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টর হস্তান্তর করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুর রহমানের সভাপতিত্বে অনষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল কামরুল আহসান এএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান, ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান, সুবেদার মোঃ রেজাউল করিম, সুবেদার মোঃ মকবুল হোসেন, ফতেপুর ইউপির প্যানেল চেয়ারম্যান নওশের আলী, ইউপি সদস্য নজরুল ইসলাম ও জহুরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, নারীরা আজ পিছিয়ে নেই তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। তিনি বিজ্ঞান ভিত্তিক লেখাপড়া ও আইসিটি বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়া অভিভাবকদের প্রতি মেয়েদেরকে শিশু অবস্থায় বিয়ে না দিয়ে লেখাপড়া করানোর অনুরোধ করেন। অনুষ্ঠান শেষে তিনি ৫৮ বিজিবির পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক প্রতিনিধির হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর হস্তান্তর করেন একই সাথে ২জন ছাত্রী কুইজে বিজয়ী হওয়ায় তাদের কে পুরষ্কৃত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ