ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৯
দাউদ হোসেন, মহেশপুর প্রতিনিধিঃ
লেখাপড়া জানেনা কোন রকমে গ্রামের স্কুল থেকে ৫ম শ্রেণী পাশ করে বাবার অভাবের সংসারে মাঠে দীন-মজুর হিসাবে কাজ শুরু করে উপজেলার নিমতলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে নাজের আল(৩২)।
ছোট বেলায় ইটভাটায় শ্রমিক হিসাবে কাজ করতো। তখন তার বয়স ছিল ১৫-১৬ বছর । বর্তমানে সে ২টি ভাটায় লেবার সর্দার হিসেবে কাজ করে। এই কাজের ফাঁকে গত ৫ বছর আগে ২টি গরু নিয়ে নিজস্ব জায়গায় মোটাতাজাকরন প্রকল্প শুরু করে। এখন বর্তমানে তার ১০টি গরু, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। ১৫ লাখ টাকা হলে তিনি গরুগুলো বিক্রি করবেন বলে জানান। বর্তমানে তার মাঠে ১০ লাখ টাকার জমি বন্ধক রাখা আছে। সে এখন ৩০-৩৫ লাখ টাকার মালিক।
নাজের আলী জানায়, জীবনে পরিশ্রম করলে অনেক কিছু করা সম্ভব। জীবনে খাওয়ার কষ্ট অনেক করেছে এখন আল্লাহ অনেক ভাল রেখেছেন। ৪ ভাই ২ বোনের মধ্যে সে ২য়। বর্তমানে ২টি ভাটায় সে ৫০-৬০ জন শ্রমিক খাটায় এবং সেই সাখে গরু মোটাতাজাকরন প্রকল্প চালায়। সে সময় ঋণ নেওয়ার জন্য অনেক জায়গায় হাটাহাটি করলেও তাকে কেউ ঋণ দিয়ে সহযোগিতা করেনি। অবশেষে একটি এনজিও সংস্থা তাকে ঋণ দেয়।
নাজের আলী এখন সফল যুবক। তার স্বপ্ন সন্তানদের লেখাপড়া শেখানো ও পিতা মাতার খেদমত করা। তিনি হজ্ব করার ইচ্ছা পোষন করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
জে/পি/ ঝিনাইদহ সংবাদ
Design and developed by zahidit.com