মহেশপুরে কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা,শিশু সহ আহত-৩

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯

মহেশপুরে কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা,শিশু সহ আহত-৩

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ মহেশপুরে কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূ ও শিশু সহ ৩ জন গুরুতর আহত হয়ে মহেশপুর হাসপাতালে ভর্তি। থানায় অভিযোগ দায়ের।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, উপজেলার তালসার গ্রামের বদর উদ্দিন বিশ্বাসের ছেলে হাসিবুর রহমান(৪৫) একই গ্রামের সালেহা খাতুন(৩৫ছদ্মনাম) কে বিভিন্ন সময় যৌন হয়রানি ও কূ-প্রস্তাব দিয়ে আসছিল। তার কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় এবং এর প্রতিবাদ করলে সোমবার সকালে হাসিবুর ও তার ভাই খবির গৃহবধূর বাড়ীতে ঢুকে তাকে বেদম মারপিট করে। এ সময় হাসিবুরের স্ত্রীও মারপিটে যোগ দেয়। তারা শীলপাটা দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে। এ সময় ভিকটিমের ননদ খালেদা খাতুন(৪৫) ও ভিকটিমের শিশু পুত্র শরিফ(১৪) ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে রক্তাক্ত জখম করে। তার স্বামী ও পরিবারের লোকজন জানতে পেরে মাঠ থেকে বাড়ী এসে তাদেরকে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, উক্ত ঘটনায় ভৈরবা ফাঁড়ী পুলিশকে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ভৈরবা ফাঁড়ীর ইনচার্জ এসআই আলী আকবর জানান, এএসআই রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উক্ত ভিকটিমকে বেদম মারপিট করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। তিনি আরো বলেন, বিষয়টি ওসি কে জানানো হয়েছে পরবর্তী পদক্ষেপ তিনি নিবেন। মহেশপুর হাসপাতালে ভর্তি অবস্থায় ভিকটিম যৌন হয়রানির কথা স্বীকার করেন এবং বিচার দাবী করেন।
এদিকে রোগীর অবস্থা অবনতি হওয়ায় মহেশপুর হাসপাতাল থেকে একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, গৃহবধূকে অন্যায়ভাবে বেদন মারপিট করা হয়েছে। এর বিচার হওয়া উচিত।

এ সংক্রান্ত আরও সংবাদ