ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-‘তামাকে হয় ফুসফুসে ক্ষয়-সুস্বাস্থ্য কাম্য, তামাক নয়’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে মানবাধিকার সংগঠন আরডিসি’র উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
সংস্থার নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে আরডিসির হলরুমে আলোচনাসভায় বক্তব্য রাখেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সেলিম, প্রভাষক মামুন হুসিন, সাংবাদিক ও বনিক সমিতির সদস্য এসএম এনামুল হক দুলু, ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল হালিম চঞ্চল, উন্নয়ন কর্মী হাসান আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ প্রমুখ। বক্তারা সকল তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে কর বৃদ্ধির আহবান জানান। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন আরডিসির অফিস সহকারী দাউদ হোসেন।
Design and developed by zahidit.com