মহেশপুর খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

মহেশপুর খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন

মহেশপুর প্রতিনিধি-সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ-২০১৯ এর শুভ উদ্বোধন করেন এমপি চঞ্চল।
উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। অন্যান্যের মধ্যে উপিস্থত ছিলেন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা তাজ উদ্দিন, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি হারুন-অর রশিদ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মহেশপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর এই থানায় বরো ধান উৎপন্ন হয়েছে ১লক্ষ ২১ হাজার মে.টন। কিন্তু সরকার এই উপজেলায় ৫৮৫ মে.টন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই সংবাদে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। সরকার নির্ধারিত ধানের মূল্য মন প্রতি ১০৪০ টাকা। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা। এতে কৃষকরা ভেঙ্গে পড়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ