মহেশপুর অফিসার্স ফোরামের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯

মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খন্দকার সালমা বেগম দাখিল মাদ্রাসা ও সালমা হোসেন এতিমখানা প্রাঙ্গণে মহেশপুর অফিসার্স ফোরামের উদ্যোগে বিনামুল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার শ্যামকুড়, নেপা ও বাঁশবাড়িয়া ইউনিয়নের কয়েক’শ অসহায় দুস্থ মানুষের মাঝে স্বাস্থ্য সেবা প্রদাণ করা হয়। শুক্রবার দিনব্যাপী বঙ্গবন্ধু মেডিকেল কলেজ’র প্রফেসর ডাক্তার আসাদুল ইসলাম এর নেতৃত্বে ১৪ জন চিকিৎসক এ সেবা প্রদাণ করেন।
শুরুতে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক আ,ন,ম আব্দুল মজিদ, প্রফেসর ডাঃ আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দিন হামিদ, ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী তিমির চৌধুরী, সাধারন সম্পাদক আঃ হামিদ, অধ্যক্ষ আব্দুল হাই, ৫ নং শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হক, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম মৃধা প্রমুখ। সেবা ক্যাম্পের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন অফিসার্স ফোরামের জেনারেল সেক্রেটারি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক এস এম খালীদ সাইফুল্লাহ সজীব। সহযোগিতায় ছিলেন প্রেসক্লাব মহেশপুরের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ম-সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ