ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা আধিকার বিরোধী কার্য প্রতিরোধে লিখিত অভিযোগের শুনানি এখন উপজেলা পর্যায়ে নিষ্পত্তি করা হচ্ছে। গত ১১ এপ্রিল ২০১৯ তারিখে কাজী মোহাম্মদ কলিমুল্লাহ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড মহেশপুর ঝিনাইদহের বিরুদ্ধে গ্যারান্টি থাকা সত্বেও টেলিভিশন মেরামত না করে হয়রানি করা হয় মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী একজন ক্যান্ছারের রোগী হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার মহেশপুর উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে শুনানি গ্রহনের ব্যবস্থা করা হয়। শুনানিতে উপস্থিত হয়ে বিক্রেতা দুঃখ প্রকাশ করেন এবং একই মডেলের একটি নতুন টিভি প্রদান করেন। অভিযোগকারীর পক্ষে তার স্ত্রী নতুন টিভি গ্রহন করেন। শুনানিতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও উপজলো আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মত ফিরোজা খাতুন। শুনানি শেষে বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা লংঘনের অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
Design and developed by zahidit.com