সাভারের আশুলিয়ায় এক নারীর ৩৮ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ঝিনাইদহ সদর থানার বাগডাঙ্গা গ্রাম থেকে আকরাম, আলিনুর ও মুকুল নামে ৩ জনকে আটক করেছে। তবে এ নৃশংস ঘটনার মূল আসামি মজিবরকে পাওয়া যায়নি।
আশুলিয়া থানা থেকে মামলার তদন্তকারী অফিসার মলয় কুমার ও পরিদর্শক (তদন্ত ) জাহিদুল ইসলাম ঝিনাইদহে আসেন। ঝিনাইদহ থানা পুলিশের সহায়তায় মজিবরের দুই ভাই আকরাম ও অলিনুর এবং বন্ধু মুকুলকে আটক করে নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার এস আই আনিসুর রহমান বলেন, নিহত নারীর নাম তাছলিমা বেগম ( ২৭ )। তিনি ঝিনাইদহ সদর উপজেলার নৈহাটি গ্রামের তক্কেল মন্ডলের মেয়ে। তার আগে দুইবার বিয়ে হয়। আগের দইুটি সন্তান আছে। পরিচয় হয় পাশের গ্রামের মজিবর রহমানের সাথে । মজিবরের সাথে তৃতীয় বিয়ে হয়। তারপর তারা ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসায় থাকতেন।। গত ৩০ আগস্ট তছলিমাকে হত্যা করা হয়। তার ৩৮ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়। পুলিশ ধারনা করছে, তার স্বামী মজিবর এ হত্যাকান্ড ঘটিয়েছে।