ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টিতে কাঁচা ঘর বাড়ী সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ চাপা পড়ে পাথিলা গ্রামে একজনের মৃত্যু হয়েছে।
স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, শনিবার রাতে কালবৈশাখী ঝড় শুরু হলে দত্তনগর বাজার থেকে বাড়ী ফেরার সময় পাথিলা গ্রামের আমিনুর রহমানের ছেলে মনির হোসেন(৪০) এর মাথায় রাস্তার গাছ ভেঙ্গে পড়লে সে ঘটনাস্থলে মারা যায়। এছাড়া তার ইউনিয়নে কয়েকশ আধা-কাঁচাপাকা ঘর বিধ্বস্ত হয়েছে।
মহেশপুর ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা যায়, উপজেলার আজমপুর ইউনিয়নে দেড়শ কাঁচা পাকা ঘরবাড়ী, ১শ একর ইরি বরো ধান, কয়েকশ বড়বড় গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া এসবিকে, ফতেপুর, পান্তাপাড়া, স্বরুপপুর, শ্যামকুড়, নেপা, কাজীরবেড়, বাঁশবাড়ীয়া ইউনিয়নে একই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা জানান, তারা সকল ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে ক্ষয়-ক্ষতির তথ্য চেয়ে বার্তা পাঠিয়েছে এখনও সব তথ্য পাওয়া যায়নি। তবে কালবৈশাখী ঝড়ে কাঁচা ঘরবাড়ী ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা জানান, উপজেলার বরো আবাদ ও উঠতি ফসল ভূট্রার ব্যাপক ক্ষতি হয়েছে।
Design and developed by zahidit.com