মহেশপুর সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশীকে পুশব্যাক করল বিএসএফ

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৯

দাউদ হোসেন, মহেশপুর-
অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার অপরাধে ২ বছর জেল খেটে বাংলাদেশে ফিরল ৩ বাংলাদেশী। রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। তারা হলেন- বগুড়া জেলার আদমদিঘি উপজেলার কুশিন্দা গ্রামের বীরশ্বরচন্দ্র মন্ডলের ছেলে বিপুল চন্দ্র মন্ডল(২৩), পাবনা জেলার বেড়া উপজেলার বনগ্রামের ফনি হালদারের ছেলে সুকুমার হালদার(৩৪) ও নওগা জেলার আনিচ নগর থানার কামারবেড় গ্রামের যতিন্দ্রনাথ প্রামানিকের ছেলে যগিন্দ্রনাথ প্রামানিক (৩৫)।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, ২০১৭ সালের ১৪ মার্চ হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএস’র হাতে ধরা পড়ে তারা।
২ বছর ভারতে জেল থাকার পর নদীয়া জেলার লোনাগঞ্জ বিএসএফ সদস্যরা উপজেলার কুশুমপুর বিজিবির কোম্পানী কমান্ডার মুক্তার হোসেনের কাছে হস্তান্তর করে। রোববার সকালে মহেশপুর থানার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম, কুশুমপুর কোম্পানী কমান্ডার মুক্তার হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান উপস্থিত ছিলেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ