ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৭
আহমেদ নাসিম আনসারী ঃ
জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান মহেশপুর ও কোটচাঁদপুর’র তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও গণসংযোগ করেছেন। ঈদ পরবর্তী বেশ কয়েকদিন তিনি কোটচাঁদপুর মহেশপুরের থানা-পৌর ইউনিয়ন ও ওয়ার্ড সহ সর্বস্তরের মানুষের সঙ্গে দেখা, কুশল বিনিময় ও গণসংয়োগ করেন।
সে সময় তার সফর সংঙ্গী হিসাবে ছিলেন উপজেলা বি এন পির সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কাসেম সদ্দার, উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি।পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজলা বিএনপির অন্যতম নেতা মহিদুল ইসলাম শান্ত, মহেশপুর উপজেলা যুবদলের সভাপতি বাবলুর রহমান সাধারন সম্পাদক খলিলুর রহমান,কোটচাঁদপুর উপজেলা সাবেক তুখোড় ছাত্র নেতা হায়দার রহমান, কোঁটচাদপুর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী,সহ বিএনপি’র বিপুল সংক্ষক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনির খান তার বক্তব্যে বলেন , আমি গানের মানুষ আর এই গানের মাধ্যমেই আপনাদের এতটা ভালোবাসা পেয়েছি। আর আমার এত ভালোবাসার প্রাপ্তি নিয়ে আমি রাজনীতির মাধ্যমেও আপনাদের সাথে চলতে চায়। আমি আপনাদের জন্যই কাজ করে যেতে চাই। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। সুস্ত ধারার রাজনীতি নিয়েই সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাবো। তিনি আরো বলেন, মহেশপুর কোটচাদপুরের সকল মানুষের ভালোবাসা নিয়ে দলের অভ্যন্তরিন সকল কোন্দল বিভেদ ভুলে সকলকে সামনে নিয়ে এগিয়ে যাবো।
মনির খান আরো বলেন, নির্বাচনে দল কাকে মনোনয়ন দেবে এটা বড় কথা নয়, তৃনমুলের বিএনপিকে সুসংগঠিত করে দলের অভ্যন্তরিন সকল বিভেদ দুর করে নতুন পুরাতন সকল বিএনপি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এক সাথে কাজ করার সুন্দর পরিবেশ এবং সুস্থ ধারার রাজনিতীর অভ্যাস গড়ে তোলা এবং সাংগঠনিক ভাবে নিজেদের অর্থাৎ বিএনপির অবস্থানকে শক্তিশালী করার লক্ষে আমি কাজ করে যাচ্ছি। নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিক না কেন সে যেন জয়ী হয়ে মহেশপুর ও কোটঁচাদপুর বিএনপির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে সেই পরিবেশ সৃষ্ঠির লক্ষেই আমি কাজ করে যেতে চায়। তিনি বলেন মহেশপুর কোটচাঁদপুরের মাটি বিএনপির ঘাটি,আর এই বিএনপির মানুষেরা কখনই তাদের যোগ্য নেতাকে বেছে নিতে ভুল করেনা।
উল্লেক্ষ, সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম স্থগিতের কারনে মহেশপুর কোটচাদপুর বিএনপির নেতাকর্মীগন যখন অনেকটা হতাশ। তখন চলমান রাজনৈতিক কর্মসূচি জোরালো ভাবে পালনের লক্ষে ত্যাগী নেতা কর্মীদের সহ বিএনপি থেকে সরে যাওয়া নেতাকর্মীদের কে সাথে নিয়ে দীর্ঘদিন আলোচনার উদ্যোগ নিয়ে সময়ের কোন্দল নিরসন করতে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক ও কন্ঠশিল্পী মনির খান দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ চেষ্টা চালিয়ে আসছে।
ইতিমধ্যেই মনির খান’র নেতৃত্যে বর্তমানে মহেশপুর কোটচাঁদপুর’র বিএনপির নেতাকর্মীরা কাধে কাধ রেখে সকল বিভেদ ভুলে এক সাথে কাজ করে সঠিকভাবে জাতীয়তাবাদী আদর্শ ধারন করে আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে অধিকাংশ নেতাকর্মীরাই মনে করছেন।
Design and developed by zahidit.com